প্রকল্প পরিচিত:
কৃষি ও অকৃষি ক্ষেত্রে টেকসই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সরকারের দারিদ্র্য বিমোচন প্রচেষ্টায় সহায়তা দানের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক দেশের ৫টি বিভাগের ২৩টি জেলার ১৫২টি উপজেলায় জুলাই, ১৯৯৮ হতে জুন, ২০০৭ মেয়াদে “পল্লী জীবিকায়ন প্রকল্প-১ম পর্যায়” সফলভাবে বাস্তবায়িত হয়। পরবর্তীতে প্রশাসনিক মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে প্রকল্পের কার্যক্রম জুলাই, ২০০৭ থেকে জুন, ২০১২ মেয়াদে সমাপ্ত প্রকল্পের আদলে নিজস্ব আয় দ্বারা কর্মসূচি হিসেবে পরিচালিত হয়। জুলাই, ২০১২ থেকে জুন, ২০১৮ মেয়াদে “পল্লী জীবিকায়ন প্রকল্প-২য় পর্যায়” দেশের ০৭টি বিভাগের ৪২টি জেলার ১৯০টি উপজেলায় “পল্লী জীবিকায়ন প্রকল্প-২য় পর্যায়” গ্রহণ করা হয়। প্রকল্পটির মেয়াদ শেষে জুলাই/২০১৮ হতে জুন/২০২১ পর্যন্ত নিজস্ব অর্থায়নে পুণরায় কর্মসূচি আকারে পরিচালিত হয়। কর্মসূচির সফল বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে “পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়” সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভূক্ত হয়।
প্রকল্পের উদ্দেশ্য:
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো- গ্রামীণ জনগোষ্ঠীদের’কে সংগঠিত করে প্রশিক্ষণ ও মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধি করে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা।
প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ
এক নজরে পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়:
১. |
উদ্যোগী মন্ত্রণালয় |
: |
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। |
২. |
বাস্তবায়নকারী সংস্থা |
: |
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) |
৩. |
প্রকল্প এলাকা |
: |
দেশের ০৮টি বিভাগের ৪৮টি জেলার ২২০টি উপজেলা |
৪. |
মোট প্রকল্প ব্যয় |
: |
৯২৮৮৮.২৯ লক্ষ টাকা (সম্পূর্ণ জিওবি) |
৫. |
বাস্তবায়নকাল |
: |
জুলাই, ২০২১ হতে জুন, ২০২৬ পর্যন্ত |
৬. |
অনুমোদনের তারিখ |
: |
১০ আগস্ট, ২০২১ খ্রিঃ (একনেক সভা) ০৭ সেপ্টেম্বর, ২০২১ খ্রিঃ (মন্ত্রণালয় কর্তৃক প্রশাসনিক অনুমোদন) |
প্রকল্পের লক্ষ্যমাত্রা:
আমাদের সেবাসমূহ:
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস